ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তাকে ভোলা যাবে না: এমবাপে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপে গোলের সংখ্যায় কিংবদন্তী পেলের রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার পেলের মৃত্যুর পর তাকে ভুলতে পারবেন না বলে লিখলেন এমবাপে।  

ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটা ছবি দিয়ে তিনি লিখেছেন- ‘ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাকে ভোলা যাবে না। শান্তির ঘুম ঘুমাও রাজা।’ 

পেলে এবং এমবাপে, দু’জনেই ২০ বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপ জিতেছেন। ২৪ বছর বয়স হওয়ার আগে দু’টি বিশ্বকাপ জেতেন পেলে। সেই রেকর্ড অক্ষত থেকে যায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায়। 

দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন পেলে। বিশ্বকাপের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্ত্রের ক্যানসারে আক্রান্ত ছিলেন পেলে। ২২ ডিসেম্বর ক্যানসারের প্রকোপ হঠাৎ বেড়ে যায়। বড়দিনে এ বছর হাসপাতালেই কাটিয়েছিলেন পেলে।

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের। তখন পর পর দু’বার বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। সেই দুই দলেই ছিলেন পেলে। মোট তিন বার বিশ্বকাপ জিতেছিলেন তিনি। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি