তাজমহল দেখার খরচ বাড়ল
প্রকাশিত : ১৩:৪৩, ৯ আগস্ট ২০১৮
বাড়ানো হল তাজ মহলের টিকিটের দাম৷ এবার থেকে বিরল এই স্মৃতিশৌধ দর্শন করতে হলে পর্যটকদের গুণতে হবে আরও বাড়তি টাকা৷ সিদ্ধান্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার৷
গত আড়াই বছরে এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতের অন্যতম জনপ্রিয় ‘ট্যুরিস্ট ডেস্টিনেশন’ তাজ মহলের প্রবেশ মূল্য বাড়াল এএসআই৷ দেশি ও বিদেশি পর্যটকদের জন্য দু’ধরনের প্রবেশ মূল্য চালু আছে৷ ভারতের পর্যটকদের ক্ষেত্রে এই প্রবেশ মূল্য অতিরিক্ত ১০ টাকা বাড়ানো হয়েছে৷ বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এই দাম বেড়েছে ১০০ টাকা৷
আগে ভারতের পর্যটকদের তাজে প্রবেশের জন্য ৪০ টাকা দিতে হত৷ এখন তা বেড়ে হয়েছে ৫০ টাকা৷ বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এই মূল্য ছিল এক হাজার টাকা৷ তা এবার থেকে বেড়ে হয়েছে এক হাজার ১০০ টাকা৷ এই মূল্যের সঙ্গে ৫০০ টাকা টোল ট্যাক্স কেটে নেয় আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি৷
এছাড়া সার্কগোষ্ঠীভুক্ত দেশগুলোর পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য বেড়ে হয়েছে ৫৪০ টাকা৷ আগে তাদের দিতে হত ৫০০ টাকা৷ এবার থেকে তাজ দেখতে হলে বাড়তি ৪০ টাকা দিতে হবে৷ তবে এভাবে প্রবেশ মূল্য বেড়ে যাওয়ায় তাজের জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে বলেও কেউ কেউ প্রশ্ন উস্কে দিয়েছে৷
এমনিতে পরিসংখ্যান বলছে, তাজের পর্যটকদের সংখ্যা ক্রমশ নিম্নমুখী৷ পরিকাঠামো ও আইনশৃঙ্খলাজনিত কারণে বিদেশি পর্যটকেরা মুখ ফেরাতে শুরু করেছেন তাজ থেকে৷ এর সঙ্গে যুক্ত হয়েছে টিকিটের দাম বৃদ্ধি৷ ২০১৬ সালে শেষবার টিকিটের দাম বাড়িয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//
আরও পড়ুন