ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

তাজরীন ট্র্যাজেডির ৯ বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২৪ নভেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের নবম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আত্মীয়-স্বজন, আহত শ্রমিক ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। 

২০১২ সালের এই দিনে ১১৪ জন শ্রমিক নিহত হন তাজরীন ফ্যাশনস কারখানার আগুনে। আহত হন অনেকে।

তবে এখনও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।  

ওই দিন আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে দেওয়ায় শতাধিক শ্রমিকের মৃদ্যু হয়েছিল বলেও দাবি করেন তারা। তারা বলেন, এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড।

এদিকে নয় বছরেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা। 

এসবি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি