ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তাজা ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কমলা, আপেল, আঙুর, নাশপাতি ও লেবুসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ও কর কমিয়েছে সরকার। 

সোমবার (১৭ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। 

এ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশে বলা হয়, রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে বৃহত্তর জনস্বার্থে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে গত ১৬ মার্চ দুটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া গত ১০ মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। 

ফলে, ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ২৫ শতাংশ কমানো হলো।

যেসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হলো, তাজা বা শুকনা কমলালেবু, তাজা বা শুকনা লেবু জাতীয় ফল, তাজা বা শুকনা আঙুর, তাজা বা শুকনা লেবু, তাজা আপেল ও নাশপাতি।

এছাড়া হজ্ব যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করাসহ সরকার জনস্বার্থে নানাবিধ করছাড় দিয়েছে বলেও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি