ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তানজিদের পর ফিরলেন শান্ত-সাকিবও, চাপে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ২৪ অক্টোবর ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে মার্কো জ্যানসেনের শর্ট বলে কট বিহাইন্ড হন তানজিদ তামিম। তিনি আউট হয়েছেন ১৭ বলে ১২ রান করে। তখন স্কোরবোর্ডে দলীয় রান ৩০।

এর পরের বলেই আউট হন নাজমুল হোসেন শান্ত। জ্যানসেনের ডাউন দ্য লেগের বলে ফ্লিক করতে গিয়েছিলেন নাজমুল। কিন্তু উইকেটের পেছনে ক্লাসেনের হাতে ধরা পড়েছেন তিনি। এতে প্রথম বলেই কোনো রান না করে সাজঘরে ফেরেন তিনি।

পরে সাকিব আল হাসানকে নেমেও দ্রুত ফিরতে হয়েছে সাজঘরে। লিজাড উইলিয়ামসের অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বাঁদিকে ঝাঁপিয়ে নিজের তৃতীয় ক্যাচটি নিয়েছেন হাইনরিখ ক্লাসেন। এতে চার বলে এক রান করে আউট হন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান করেছে টাইগাররা।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক, হেনরি ক্লেসেন ও এইডেন মার্করামের ব্যাটিং তাণ্ডবে ৩৮২ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩৮৩ রান।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি