ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তামাক পাতা শুকাতে পোড়ানো হচ্ছে রাসায়নিক যুক্ত ঝুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৬:০৭, ১৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

তামাক পাতা শুকাতে পোড়ানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক যুক্ত কাপড়ের ঝুট। পোড়া কাপড়ের ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে অসংক্রামক রোগ। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তামাক প্রক্রিয়াজাতকরণে জড়িতরা। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ক্যান্সারসহ শ্বাসকষ্টজনিত রোগের আশঙ্কা বাড়ছে।
পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি জেনেও আর্থিক লাভের অজুহাতে তামাক চাষ করছেন দেশের অনেক চাষী। তামাক পাতা শুকাতে জ্বালানি হিসেবে কাঠ, খড়ি ব্যবহারের প্রচলন থাকলেও, খরচ কমাতে সাম্প্রতিক সময়ে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর রাসায়নিকযুক্ত কাপড়ের ঝুট। তামাকের পাশাপাশি ঝুটের ধোঁয়া পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে।
এক বিঘা জমির তামাক শুকাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ২৫ থেকে ৩০ মন ঝুট। মেহেরপুর জেলায় চলতি বছর তামাকের চাষ হয়েছে প্রায় ৩ হাজার ৪শ’ হেক্টর জমিতে। ওই তামাক শুকাতে ঝুট প্রয়োজন হবে ২৫ হাজার মেট্রিক টন।
স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি জেনেও এক দফা ধান উঠার পরই জমিতে তামাক চাষ করেন চাষীরা।
তামাক পোড়ানোর ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড ও মিথেন বাতাসে মিশে ক্ষতি করছে পরিবেশের।
ঝুঁট আর তামাকের ধোঁয়ার সংমিশ্রনে বাড়ছে ক্যান্সার সহ অসংক্রামক রোগের ঝুঁকিও।
পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে তামাক চাষ বন্ধের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি