ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

তামিমের কাছে হার মুস্তফিজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৪ মার্চ ২০১৮

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আলাদা দলের হয়ে খেললেও জাতীয় দলে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান দুজনই সতীর্থ। শনিবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে এ দুই বাংলাদেশি ক্রিকেটার মুখোমুখি হয়েছিলেন। এই লড়াইয়ে তামিমের পেশোয়ার জালমি হেসেখেলে হারিয়েছে মোস্তাফিজের দল লাহোর কালান্দার্সকে।   

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেশোয়ার ১০ উইকেটে হারিয়েছে মুস্তাফিজের লাহোরকে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে লাহোর কালান্দার্স ১০০ রান করে। ফখর জামানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০। এ ছাড়া ব্রেন্ডন ম্যাককালাম ও উমর আকমল ১৫ করে আর আগা সালামান ও সোহেল আখতার করেন যথাক্রমে ১৩ ও ১২। পেশোয়ারের হাসান আলী ২২ রানে নেন ৩ উইকেট। লিয়াম ডসনও ৩ উইকেট নেন ২০ রানে। এ ছাড়া সামিন গুল একটি ও ওয়াহাব রিয়াজ ২ উইকেট নেন।

জবাবে পেশোয়ারকে জিততে মোটেও ঘাম ঝরাতে হয়নি। দুই ওপেনার তামিম ও কামরান আকমল সহজেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। কামরান ৪৭ বলে ৫৭ রান করেন। বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ৩৫ বলে ৩৭ করেন।

মুস্তাফিজ দুই ওভার বল করে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। দলের পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন তিনি। তবে তাঁর আগেই ম্যাচটা মোটামুটি পেশোয়ারের হাতে তুলে দিয়েছেন সোহেল খান, সালমান ইরশাদ ও সুনীল নারাইনরা। এদিন সাফল্য না পেলেও এর আগে চার ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন কাটার-মাস্টার। বিশেষ করে প্রথম ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি