ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

তামিমের যোগ্য সঙ্গী কি সাদমান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৫২, ১ ডিসেম্বর ২০১৮

দীর্ঘদিন ধরেই একটি যোগ্য অপেনিং জুটির সন্ধ্যানে রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উইকেটের এক প্রান্ত তামিম ধরে রাখলেও আরেক প্রান্তে থিতু হতে পারছেন না কেউই। সৌম্য, এনামুল বিজয়, ইমরুল কায়েস, লিটন দাসসহ আরও অনেককেই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে নির্বাচকরা। কিন্তু একপ্রান্তে সাফল্য থাকলেও আরেক প্রান্তে ব্যর্থতা বার বার জায়গা করে নিচ্ছে। 

কিন্তু এবারে এমন এক তরুণের সন্ধান পেয়েছে বাংলাদেশ, অনেক ক্রিকেট বোদ্ধাই বলছেন তিনি তামিমের যোগ্য সঙ্গী হতে পারবেন। বলছি ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া সাদমান ইসলামের কথা। অভিষেক টেস্টে তিনি খেলেছেন ৭৬ রানের এক ঝলমলে ইনিংস। যেভাবে তিনি খেলেছেন, সেঞ্চুরি পাওয়া টা তার প্রাপ্য ছিল। সাদমান ভালো খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
টেস্টে অভিষেক হওয়ার আগে সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে সাদমান দুটি সেঞ্চুরিম তিনটি হাফ-সেঞ্চুরিসহ ৬৪৮ রান করে সবার ওপরে ছিলেন। মোট রান ৬৪৮, দশ ইনিংসে।

তামিমের যোগ্য সঙ্গী হিসেবে সাদমান টিকে যাবে বলেই ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি