ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

তামিম চৌধুরী ও তার সহযোগীরা গড়ে তোলে নব্য জেএমবি

প্রকাশিত : ১৯:১০, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:১১, ২৭ আগস্ট ২০১৬

প্রায় তিন বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় তামিম চৌধুরী ও তার সহযোগীরা গড়ে তোলে নব্য জেএমবি। খুলনায় কথিত ধর্মীয় নেতা তৈয়বুর ও তার ছেলেকে হত্যার মধ্য দিয়ে জঙ্গি অপারেশন শুরু করে তারা। এ পর্যন্ত২৯টি জঙ্গি হামলা চালিয়েছে সংগঠনটি। শায়খ আব্দুর রহমান প্রতিষ্ঠিত জেএমবি’র অনেকেই ভিড়েছে নব্য জেএমবিতে। তামিম চৌধুরীর  জন্ম ১৯৮৬ সালের ২৫ জুলাই। গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম। সিলেটে জন্ম হলেও বাবা শফিকুল ইসলাম চৌধুরীর শিপইয়ার্ডে চাকরি সূত্রে ছোটবেলার কিছু সময় কেটেছে চট্টগ্রামে। সেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়াও করেন তিনি। পরে পরিবারের সাথে পাড়ি জমান কানাডায়। কানাডার উইন্ডসরে বেড়ে ওঠা তামিম পড়াশুনা করেছেন জে এল ফস্টার সেকেন্ডারি স্কুল ও ইউনিভার্সিটি অব উইন্ডসরে। রসায়নে ¯œাতক তিনি। গণমাধ্যম বলছে, ২০১২ সালের দিকে তুরস্ক হয়ে সিরিয়া যান তামিম। সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট-আইএস এর হয়ে সেদেশের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইও করেন তিনি। বাংলাদেশে নব্য জেএমবি’র সশস্ত্র কর্মকান্ড শুরুর সাথে তামিমের সিরিয়ায় অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। তবে, সেখানে কতদিন ছিলেন তা জানা যায়নি। তবে ২০১৩ সালের ৫ অক্টোবর দুবাই হয়ে বাংলাদেশে আসেন তামিম। গত ১৩ এপ্রিল আইএস এর নিজস্ব সাময়িকী দাবিকে আইএস এর কথিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইব্ধসঢ়;্রাহিম আল হানিফের সাক্ষাৎকার প্রকাশিত হয়। গণমাধ্যম বলছে, ওই হানিফেরই আসল নাম তামিম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ি, ২০১৩ সালের ৮ আগস্ট খুলনায় কথিত ধর্মীয় নেতা তৈয়বুর রহমান ও তার ছেলেকে খুনের মধ্য দিয়ে হত্যাযজ্ঞ শুরু করে নব্য জেএমবি। এখন পর্যন্ত ২৯টি অপারেশনের কথা স্বীকার করেছে আইএস নামে পরিচিত হতে চাওয়া এই সংগঠন। আর এসব ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে সামনে চলে এসেছে তামিম চৌধুরীর নাম। সংগঠনটির কর্মীর সংখ্যা এক হাজারের মতো। সংগঠন পরিচালনায় তাদের টার্গেট উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত সন্তান। আর শায়খ আব্দুর রহমান প্রতিষ্ঠিত জেএমবি জঙ্গিদের সাথে নিয়ে তামিম ও তার সহযোগীরা গড়ে তোলে নব্য জেএমবি। শিবির ও হিযবুত তাহরির থেকেও কর্মী সংগ্রহ করেছে সংগঠনটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি