ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তামিম-লিটনকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ২০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৪, ২০ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক তামিম ইকবাল আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন। এজন্য শাস্তি পেতে হয়েছে দেশসেরা এ ব্যাটসম্যানকে। তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তামিমের নামের পাশে। একই রকম শাস্তি পেয়েছেন লিটন দাসও। চলতি বিপিএলে আর এক পয়েন্ট যুক্ত হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন এই দুই ক্রিকেটার।

রংপুর ব্যাটসম্যান রবি বোপারার বিপক্ষে একটি কট বিহাইন্ডের আবেদন নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তামিম-লিটন। পরে বিষয়টি নিয়ে অভিযোগ করেন আম্পায়ররা। অবশ্য দুই ক্রিকেটার নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন।

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি