তামিম-সাকিবের ছন্দপতন
প্রকাশিত : ১৪:৪৪, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:১০, ১৯ জানুয়ারি ২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। স্পিনার আকিলা ধনঞ্জয়ার বলে উইকেটরক্ষক ডিকওয়েলার হাতে ধরা পড়েন তামিম। ১০২ বলে ২ ছক্কা ও ৭টি চারে এ ইনিংস সাজান তিন। টস জিতে ব্যাট করতে নামা বংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৭১ রানে। ওপেনার এনামুল হক ৩৫ রান করে আউট হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত দলিয় সংগ্রহ ৪৫.১ ওভারে ২৭৭ রান। ইতিমধ্যে ৪টি ইউকেট হারিয়েছে টিম টাইগার।
উল্লেখ্য, চোটের জন্য ছিটকে গেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার জায়গায় দলে ফিরেছেন নিরোশান ডিকভেলা। বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল।
জিম্বাবুয়ের বিপক্ষে অনুজ্জ্বল পারফরম্যান্সে জায়গা হারিয়েছেন দুশমন্থ চামিরা। তার জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার নুয়ান প্রদিপ।
শ্রীলঙ্কা দল
উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনাঞ্জয়া, সুরঙ্গা লাকমল, ভানিদু হাসারাঙ্গা, নুয়ান প্রদিপ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
এসএ/