ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১১, ২ মার্চ ২০২৫ | আপডেট: ১২:২১, ২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। 

স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃতের ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবি নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

স্টেডিয়াম এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্ট্রিক ওর্নাস এসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, শরীফ হোসেন ভালো  ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে মৃত শরীফ হোসেন অনেক ভালো মানুষ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি