ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শামির বাড়িতে হাসিনের হানা

তালা ভেঙে ঢুকতে চাইলে বাধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৭ মে ২০১৮

ভারতীয় পেসার মোহাম্মদ শামি তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ এখনও থামেনি। সংবাদমাধ্যম, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, বোর্ডের কাছে অভিযোগ জানানোর পর এবার শামির উত্তরপ্রদেশের বাড়িতে ‘হানা’ দিয়েছেন তিনি।

হাসিন যে সময় শামির বাড়িতে হাজির হন তখন সেখানে কেউ ছিলেন না। বাড়িতে তালা দেওয়া থাকায় হাসিনকে নিজেদের বাড়িতে থাকার অনুরোধ করেন শামির কাকা। কিন্তু হাসিন রাজি হননি। এদিকে স্থানীয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাঁকা বাড়ির তালা ভেঙে কাউকে ঢুকতে দেওয়ার প্রশ্নই ওঠেনা।

জানা গেছে, রোববার উত্তরপ্রদেশে যান হাসিন। তার পরেই শামির বাড়িতে ঢোকেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমে আবারও স্বামীর বিরুদ্ধে মন্তব্য করেন। বলেন, খুব শীঘ্রই শামির বিরুদ্ধে ভয়ঙ্কর সত্য ফাঁস করবেন।

ভারতীয় পেসারের বাড়িতে হানা দেওয়ার আগে হাসিন পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। তবে হঠাৎ কেন শামির বাড়ির তালা ভেঙে ঢুকতে চাইলেন- সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি হাসিন। সংবাদমাধ্যমকে শুধু জানিয়েছেন, এই ব্যাপারে পরে কথা বলবেন হাসিন।

এর আগে নিজের ভাসুর হাসিব আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও তুলেছিলেন হাসিন। যদিও শামি তা মানতে চাননি। এর আগে দিল্লির হাসপাতালে শামি আহত অবস্থায় ভর্তি থাকার সময় সেখানে গিয়েছিলেন হাসিন। যদিও তখন শামি তার সঙ্গে সাক্ষাৎ করেননি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি