ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

তিউনিসিয়ায় চলচ্চিত্র উৎসবে ‘হালদা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৭ নভেম্বর ২০১৮

তিউনিসিয়ায় ২৯তম কার্থেজ চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘হালদা’। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া উৎসবে সিনেমাটি ‘এশিয়ান চলচ্চিত্র’ ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। উৎসবটি শেষ হবে ১০ নভেম্বর।
এর আগে গত বছর একই পরিচালকের ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি একই উৎসবে প্রদর্শিত হয়েছিল। এ ছাড়া গত ৩০ অক্টোবর ভারতের আসাম প্রদেশের দ্বিতীয় গোহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেয় সিনেমাটি।
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষের জীবনের গল্প আবর্তিত হয়েছে ‘হালদা’।
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, এরই মধ্যে সিনেমাটি বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। দেশের বাইরের দর্শকরা সিনেমাটি নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।
‘হালদা’র প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি