ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তিউনেসিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র পর্তুগালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৯ মে ২০১৮

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তিউনেসিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। এদিন পর্তুগালের বিপক্ষে দারুণ পারফরমেন্স দেখিয়ে ড্র তুলে নিয়েছে আফ্রিকান দেশ তিউনেসিয়া।

এদিন মিউনিসিপাল ব্রাজায় ২ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের ধারা অনুযায়ী বড় ব্যবধানেই জয় পাওয়ার কথা ম্যানুয়েল ফার্নান্দেসের শিষ্যদের। তবে রিকার্ডো ও জোও মারিওদের ব্যর্থতায় তা হয়নি। ম্যাচের ২২ মিনিটে আন্দ্রে সিলভার হেডে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জোও মারিও। এরপরই খেই হারায় পর্তুগাল শিবির।

তবে খেলাটা যেহেতু ফুটবল। তাই কিছুই আগাম বলা যায় না। খেলার ৩৯ মিনিটে বারদির গোলে ব্যবধান কমায় তিউনেসিয়া। এরপর ৬৪ মিনিটে বেন ইউসুফ গোল করলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ভালোই জ্বালাই করে নিয়েছে তিউনেসিয়া। অন্যদিকে শেষ দিকে এসে হোচট খেয়ে চাপে রয়েছে পর্তুগাল।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি