ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

তিনিই আপনাকে ভালোবাসেন! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৮:১১, ১৮ ডিসেম্বর ২০২৩

তিনিই আপনাকে ভালোবাসেন! জানি আপনি অবাক হচ্ছেন কে আপনাকে ভালোবাসে? বিশ্বাস করুন আপনি উনার কাছে খুবই মূল্যবান। তিনি প্রতিনিয়ত আপনাকে ডাকছেন, আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনার আরও কাছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি অন্য কোথাও অন্য কিছুর সন্ধানে রয়েছেন বলে মনে হচ্ছে। তিনি আপনার দিকে যত বেশি মনোযোগ দিচ্ছেন, আপনি ততই অন্য কারও সম্পর্কে চিন্তা করছেন এবং দূরে সরে যাচ্ছেন। উনার ডাকে সারা না দিলে উনার হৃদয়ে বেদনা হয়, খুব কস্ট পান যখন কেউ উত্তর দেয় না। 

তিনি নিজেকে, আপনাকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনি নিজেকে উনার জন্য প্রস্তুত বলে মনে করছেন না। দয়া করে তাকে সুযোগ দিন আপনাকে ভালোবাসার। আপনি নিশ্চয়ই এখনও অবাক হয়ে আছেন! উনি কে...?

তিনি হচ্ছেন আপনার স্রষ্টা মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন। 
 
মহান আল্লাহ যে বান্দাকে অত্যন্ত ভালোবাসেন সেটা পবিত্র কোরআন এবং হাদিসে আমরা খুব চমৎকার বার্তা পাই। 

পবিত্র কোরআন মাজিদের সুরা বাকারার ১৮৬ নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন-
'১৮৬. হে নবী! আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলো, আমি তো তাদের খুব কাছেই আছি। প্রার্থনায় আমাকে যে ডাকে, আমি তার ডাক শুনি, তার ডাকে সাড়া দেই। তাই আমাকে বিশ্বাস করা ও আমার ডাকে সাড়া দেয়া অর্থাৎ আমার দেয়া ধর্মবিধান অনুসরণ করা তাদের কর্তব্য। তাহলেই তারা সত্যপথে চলতে পারবে।'

পবিত্র কোরআন মাজিদের সূরা কাফ এর ১৬, ১৭,১৮ নম্বর আয়াত এ আল্লাহ পাক বলেন-
'১৬. আমিই মানুষ সৃষ্টি করেছি। আমি জানি তার প্রবৃত্তি (নফস) তাকে কী সলাপরামর্শ দেয়। আমি তার ঘাড়ের শিরার চেয়েও কাছে রয়েছি। ১৭. মনে রেখো, তার সকল তৎপরতা রেকর্ড রাখার জন্যে রয়েছে ডানে-বামে মিলিয়ে (দ্বৈত ব্যবস্থায়) দুজন অদৃশ্য লিপিকর। ১৮. মানুষ যে কথাই উচ্চারণ করুক, তা রেকর্ড করার জন্যে রয়েছে সদা-উপস্থিত অদৃশ্য লিপিকর।'  
                                       
পবিত্র কোরআন মাজিদের সূরা মূলক এর ১৩ও১৪ নম্বর আয়াত এ আল্লাহ পাক বলেন- 
'তোমরা গোপনে কানে কানে বলো বা প্রকাশ্যে উচ্চকণ্ঠে বলো, আল্লাহর কাছে সবই সমান। তিনি তো অন্তর্যামী। আশ্চর্য! যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কি তোমার মনের ভেদ জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী প্রজ্ঞাময়, সব বিষয়ে অবগত।'

হাদীস শরীফ মর্মবাণী ৪২৪নং হাদীসে বর্ণিত আছে-
আল্লাহ বলেন, বান্দার ধারণা অনুসারেই আমি তার সামনে প্রতিভাত হই। সে যখন প্রার্থনা করে, আমি তার সাথেই থাকি। সে যদি মনে করে—আমি তাকে অনুগৃহীত করব, আমি তাকে তখন অনুগৃহীত করি। আর যদি সে মনে করে—আমি তার প্রতি বিরূপ, তবে সে বিরূপতারই সম্মুখীন হবে।
—আবু হুরায়রা (রা); আহমদ

আপনার সৃষ্টিকর্তা আল্লাহ্ রাব্বুল আল আমিন, আপনার কি উনার জন্য সামান্যতম সময় নেই? তিনি আপনাকে ভালোবাসেন এবং সর্বদা আপনাকে আশীর্বাদ দান করছেন। আপনি যা যা অনুরোধ করেছেন, করেন... তিনি আপনার প্রতিটি ইচ্ছা মেনে নিচ্ছেন এবং পূরণ করছেন। তিনি সবসময় আপনার সাথেই আছেন। তিনি আপনাকে খুব বেশি ভালোবাসেন, ধারাবাহিকভাবে তিনি আপনাকে পরিপূর্ণ করে তুলছেন, সমর্থন করছেন, আপনাকে রক্ষা করছেন কিন্তু আপনি তাঁকে কতবার ধন্যবাদ বলেছেন, শুকরিয়া আদায় করেছেন...

আল্লাহ্ রাব্বুল আল আমিন নামাজকে অনেক অনেক বেশি পছন্দ করেন। তাঁকে খুশি করার জন্য আপনার ২৪ ঘন্টা থেকে ৫৫ মিনিট, তা-ও এক সাথে না, দিনে মাত্র পাঁচবার সময় দরকার। 

আসুন না আজ থেকে উনার সাথে আপনার সময়গুলো কাটানোর চেষ্টা শুরু করা যাক, এর জন্য আপনি কিছু হারাবেন না তবে আল্লাহ্ রাব্বুল আলামিনকে সময় দেওয়ার জন্য যদি আপনার উপর উনি খুশি হয়ে যান তবে আপনি যা চান তা-ই পাবেন।

ঠিক আছে এখনই নামাজ পড়তে চাচ্ছেন নাতো? তাহলে শুধু প্রশংসাই না হয় করুন। হয়তোবা আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা এর কারণে আপনার আরও বেশি ভালোবাসবেন। চেষ্টা করুন যেন আপনার মাধ্যমে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লার সাথে অন্যের ভালবাসার সম্পর্ক তৈরী হোক এবং সেই কারণে আপনিও নেকি লাভ করুন। 

দয়া করে এটিকে উপেক্ষা করবেন না। আমাকে বিশ্বাস করুন উনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনাকে সাহায্য করার জন্য ও আপনার জরুরতগুলো পূরণ করার জন্য। আল্লাহ্ রাব্বুল আল আমিন আপনাকে এমন কিছু সাহায্য করবেন যা আপনার খুবই প্রয়োজন হয়। এমন হতে পারে আপনার জন্য সম্ভবত একটি চমৎকার আশীর্বাদ আসছে যা আপনি কখনো কল্পনাই করেননি।

সূত্র- সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া। 

কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি