ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তিন টাকায় ডিম কিনতে দীর্ঘ লাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে ডিম মেলা শুরুর আগেই ডিম কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা তিন টাকায় ডিম কিনতে শুক্রবার সকাল ৭টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করেন ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে বিজয় স্মরণি মোড় পর্যন্ত পুরুষদের ডাবল লাইন এবং ফার্মগেট মোড় থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের পুলিশ বক্স পর্যন্ত নারী-পুরুষের এক লম্বা লাইন দেখা গেছে। এছাড়া কৃষিবিদ ইনস্টিটিউশনের ভেতরেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাজারে ডিমের বিদ্যমান দামের চেয়ে অর্ধেকেরও কম দামে (প্রতি পিস ৩ টাকা) ডিম বিক্রি করা হবে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এ মেলা। একজন ভোক্তা মেলা থেকে সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় পোল্ট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

 

আর/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি