ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তিন দিনে বিশ্বজুড়ে ৩০০ কোটির গণ্ডি পার করলো ‘আদিপুরুষ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৯ জুন ২০২৩ | আপডেট: ১১:১৬, ১৯ জুন ২০২৩

১৬ জুন মুক্তি পেয়েছে 'আদিপুরুষ'। একাধিক ট্রেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী, ছবিটি প্রথম তিন দিনের শেষে ১২৯ কোটি টাকার ব্যবসা করেছে ভারতে।

ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' মুক্তি পেয়েছে গত ১৬ জুন। মুক্তির দিন থেকেই একাধিক সমালোচনার সম্মুখীন হচ্ছে এই ছবি। বক্স অফিসে আয়ের নিরিখে কোন স্থানে দাঁড়িয়ে প্রভাস, কৃতী শ্যানন অভিনীত এই ছবি? 

'আদিপুরুষ' ছবির বক্স অফিস কালেকশন কত?

১৬ জুন মুক্তি পেয়েছে 'আদিপুরুষ'। প্রথম তিন দিন কেটে গেছে। একাধিক ট্রেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী, এই ছবি প্রথম তিন দিনের শেষে ১২৯ কোটি টাকার ব্যবসা করেছে ভারতে। রবিবার, 'আদিপুরুষ' ছবির আয়ের পরিমাণ দেশে ৬৫ কোটি টাকা। 

এর আগে ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় প্রথম দুই দিনের বক্স অফিস আয়ের পরিমাণ ঘোষণা করেন। বিশ্বজুড়ে এই ছবি প্রথম দুই দিনে ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে এই ছবি ১৪০ কোটি আয় করে এবং দ্বিতীয় দিনে সেই পরিমাণ দাঁড়ায় ২৪০ কোটিতে। অর্থাৎ প্রথম তিন দিনে বিশ্বজুড়ে ৩০০ কোটি পার করে ফেলেছে ছবির ব্যবসা।

প্রসঙ্গত, এই ছবির নির্দিষ্ট কিছু সংলাপ নিয়ে বিতর্কের ঝড় ওঠে। একাধিক সমালোচনা, ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছে ছবির ভিএফএক্সও। বিপুল সমালোচনার মুখে ছবির পরিচালক ও সংলাপ রচয়িতা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত সংলাপে মানুষের আবেগ আহত হয়েছে, সেগুলি বদলে নতুন করে লেখা হবে। এ বিষয়ে বিস্তারিত একটি বিবৃতি প্রকাশ করেন ছবির সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির। 

ছবির ভিএফএক্সও সমালোচনা ডেকে এনেছে। গত বছর 'আদিপুরুষ' ছবির প্রথম ঝলক মুক্তির পরও সমালোচনার ঝড় ওঠে। এরপর ছবির কাজ স্থগিত রাখা হয়, মুক্তি পিছিয়ে দেওয়া হয়। দর্শকের কথা মাথায় রেখে ভিএফএক্স বদলানো হয় বলেও জানানো হয় নির্মাতাদের তরফে। কিন্তু সংশোধন সত্ত্বেও ট্রোলিংয়ের শিকার হয় ছবির ভিস্যুয়াল এফেক্টস। প্রভাস, কৃতী শ্যানন অভিনীত ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, সানি সিংহ, দেবদত্ত নাগও। 

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি