ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টা হরতালের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ৫ মে ২০১৮

তিনদফা দাবিতে তিন পার্বত্য জেলায় আগামী সোম ও মঙ্গলবার ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। এই হরতাল পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পালিত হবে। এছাড়া আগামীকাল রোববার তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে সংগঠন দুটি।

শনিবার দুপুরে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব এই কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করেছেন। একই কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে মাটিরাঙ্গার বাসিন্দা তিন বাঙালী যুবককে জীবিত উদ্ধার, ৫ মে রাঙামাটিতে সশস্ত্র হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীব হাওলাদের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার হরতালের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি বাজারে কাঠ কিনতে গিয়ে মাটিরাঙ্গার উপজেলার তিন যুবক নিখোঁজ হন। তারা হলেন, নতুনপাড়া এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দিন (২৮), মৃত আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭)। সে থেকে গত ২০ দিনেও তাদের কোনও সন্ধান মেলেনি। অন্যদিকে গতকাল শুক্রবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি এলাকায় আগের দিন সন্ত্রাসী হামলায় নিহত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় নিহত হয় মাইক্রোবাস চালক সজীব হাওলাদারসহ ৫ জন। সজীব হাওলাদার নিহত হওয়ার প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করলো বাঙালী সংগঠন দুটো।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি