ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৩ আগস্ট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র অফিসার পদের  নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে ৩ আগস্ট নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৯টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এই তিন প্রতিষ্ঠানে ৩৬৭টি পদের বিপরীতে প্রায় ১ লাখ ৬১ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

৩ আগস্ট সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।   

বিজ্ঞপ্তিতে প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি