ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিস্তার পানিবণ্টন চুক্তি এখন সময়ের ব্যাপার- গওহর রিজভী

প্রকাশিত : ০০:০০, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ০০:০৪, ৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

তিস্তার পানিবণ্টন চুক্তি এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। রাজধানীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত সংলাপে এ’কথা বলেন তিনি। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র এম জে আকবর বলেন, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসার কারণে বারবার বাংলাদেশ- ভারত সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তবে, আধুনিক দেশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে সমৃদ্ধ আগামীর দিকে এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। bd indiaরাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনের বাংলাদেশ-ভারত সংলাপের প্রতিটি সেশনেই বারবার আলোচিত হয় পানিবন্টনসহ দু’দেশের অমীমাসিংত নানা ইস্যু। গুরুত্ব পায় যোগাযোগ ও নিরাপত্তার বিষয়ও। সংলাপের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা আগের তুলনায় কমলেও, এখনো সন্তষ্ট নয় বাংলাদেশ। কথা বলেন তিস্তার পানি বন্টন নিয়েও। অর্থমন্ত্রীর কথায়ও উঠে আসে পানি বন্টন প্রসঙ্গ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র বলেন, অগণতান্ত্রিক শক্তি যখনই ক্ষমতা দখল করেছে, তখনই সংকটে পড়েছে দুদেশের সম্পর্ক। তবে, সব বাধা মাড়িয়ে দু’দেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সম্পর্ক আরো নিবিড় করতে দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন আলোচকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি