ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

তিস্তার সেচে বোরোর বাম্পার ফলন (ভিডিও)

প্রকাশিত : ১১:০৪, ২৩ মে ২০১৯ | আপডেট: ১১:১৬, ২৩ মে ২০১৯

ব্যারেজের মাধ্যমে তিস্তার পানি ব্যবহার করে রংপুর অঞ্চলের তিন জেলায় এবার ধান চাষে অভাবনীয় সফলতা দেখিয়েছেন চাষীরা। পর্যাপ্ত সেচ আর অনুকূল আবহাওয়ার কারণে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন বেড়েছে অন্তত ১ লাখ টন।

তিস্তা বেষ্টিত উত্তর জনপদের তিন জেলা রংপুর, দিনাজপুর ও নীলফামারীর ১৫ উপজেলায় বছরে আমন ধান ছাড়া আর কোনো ফসল হতো না। ব্যারেজ নির্মাণের পর ক্যানেলের মাধ্যমে নদী থেকে শুষ্ক মৌসুমে পানি সরবরাহের পরিকল্পনা করে। তবে উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় এসব এলাকায় বোরো চাষ করতে পারেনি কৃষক।

এ’বছর অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পানি পাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৮ হাজার হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। কম খরচে ফলনও হয় ভালো। তবে দাম নিয়ে হতাশা আছে কৃষকের।

এবার অনেক অনাবাদী জমিও সেচের আওতায় এসেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

কৃষকরা তিস্তা ব্যারেজের সুফল পাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তিস্তার পানি ব্যবহারের সুযোগ পুরোপুরি পেলে অতিরিক্ত ৫ লাখ টন ধান উৎপাদন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি