ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিস্তা অভিমুখে বাসদের রোডমার্চ আজ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় প্রেস ক্লাব থেকে তিনদিন ব্যাপী ঢাকা-তিস্তা ব্যারেজ রোডমার্চ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

ভারতের একতরফা পানি বিতরণ আর সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে দলটি এ কর্মসূচি দিয়েছে। রোডমার্চের উদ্বোধন করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি-বাসদ-বাম মোর্চার অন্যতম কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম মোর্চার অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নদী ও পানি গবেষক শেখ রোকন প্রমুখ।

রোডমার্চের তৃতীয় দিন ৯ এপ্রিল রংপুরের তিস্তা ব্যারেজে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি