তীব্র দাবদাহে লক্ষ্মীপুর পৌর মেয়রের উদ্যোগে শরবত বিতরণ
প্রকাশিত : ২০:১২, ২৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ২০:১৮, ২৩ এপ্রিল ২০২৪
লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে পৌর শহরের পৃথক ৪টি স্থানে সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠাণ্ডাপানি ও শরবত বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, চকবাজার ও ঝুমুর এলাকায় ট্যাঙ্ক স্থাপন করে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
এসময় মেয়র বলেন, "প্রচণ্ড তাপদাহের মাঝে নিজ উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি এনে দিতে শহরের চারটি স্থানে এই শরবতের ট্যাঙ্ক স্থাপন করেছি। তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম ও অব্যাহত থাকবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, প্যানেল মেয়র মোহাম্মদ আলী খোকন, কাউন্সিলর উত্তম দত্ত, আব্দুল মান্নান সুমন সহ আরও অনেকে।
উল্লেখ্য, সারা দেশের মত লক্ষ্মীপুরেও তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত কয়েদিন ধরে তাপমাত্রা ওঠা নামা করছে ৩৯, ৪০ ও ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রচণ্ড গরমে গলছে রস্তার পিচ। জ্বর, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধসহ সকল বয়সী মানুষ।
এমএম//
আরও পড়ুন