ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তীব্র প্রতিবাদের মুখে ট্রাম্পের সমাবেশ পন্ড

প্রকাশিত : ০৯:৪৯, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:০১, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

শিকাগোতে তীব্র প্রতিবাদের মুখে পন্ড হয়ে গেলো রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশ। এ সময় তার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করেছেন তারই দল রিপাবলিকান পার্টির দুই প্রতিদ্বন্দ্বি টেড ক্রুজ ও মার্কো রুবিও। এমন ঘটনা যে ঘটবে তা নিয়ে আগেই শঙ্কা ছিলো অনেকের। একের পর এক মুসলিম বিদ্বেষী আর বিতর্কিত সব মন্তব্য করে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই হুমকির মধ্যে ফেলে দিয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা করে বিক্ষোভকারীরা। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এ পরিস্থিতিতে জনসম্মুখে না এসে প্রতিনিধির মাধ্যমে ট্রাম্প জানালেন, নিরাপত্তাজনিত কারনে সমাবেশ বাতিল করা হয়েছে। তবে, পুলিশ বলছে, সমাবেশ বাতিলের কথা তাদের জানানো হয়নি। সমাবেশ পন্ড করে দেয়ার পর রাস্তায় নেমে আসে কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তারা ট্রাম্প বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এদিকে, এমন সংঘাতময় পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করেছেন তারই দলের অন্য প্রেসিডেন্ট পদ প্রত্যাশীরা। ঘটনার নিন্দা জানিয়েছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি