ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা ৮৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২১ জানুয়ারি ২০২৪

গত দুই সপ্তাহ ধরে চলা তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। খবর সিবিএসের।

প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার কারণে টেনেসিতে মারা যান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা গেছেন।

এ ছাড়া নিউইয়র্ক, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন এবং ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে এমন আবহাওয়ার কারণে ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি