ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হামাস প্রধানের আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২১ জানুয়ারি ২০২৪

হামাসের কাতার ভিত্তিক প্রধান ইসমাইল হানিয়াহ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তিন মাসেরও বেশি সময় আগে এ দুই নেতার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম যোগাযোগ হয়। রোববার কূটনৈতিক সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার তুরস্কে হানিয়াহ’র সাথে সাক্ষাত করেন।

সূত্র আরো জানায়, হামাস যোদ্ধাদের হাতে জিম্মি থাকা অবশিষ্ট্য ইসরাইলি নাগরিকদের মুক্তি দানের পাশাপাশি যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি পালন ছিল আলোচনার প্রধান বিষয়। গত ৭ অক্টোবর হামাস ইসরাইল ভূখ-ে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে।
সূত্রটি জানায়, বৈঠক চলাকালে উভয় পক্ষ মানবিক সহায়তা বৃদ্ধি করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্র সমাধান নিয়েও আলোচনা করেন।
ফিদান এবং হানিয়াহ গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে টেলিফোনে কথা বলেছিলেন।

ইসরাইলের দেয়া সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি জানায়, ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১,১৪০ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এদিকে হামাসের হামলার জবাবে ইসরাইল তাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং তারা এ গ্রুপকে ধ্বংস করার অঙ্গীকার করে।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের ব্যপাক হামলায় এ পর্যন্ত ২৪,৯২৭ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি