তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে আসছে ‘হামজা’
প্রকাশিত : ২২:১৭, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ২২:১৮, ৬ অক্টোবর ২০১৮
(ফাইল ফটো)
সাভারের রুস্তমপুর এলাকায় তুরাগ নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ১২ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তলিয়ে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীদলের সদস্যরা। নিখোঁজ ও ট্রলারের যাত্রী সংখ্যা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
শুক্রবার সন্ধ্যা রাত ৮টার দিকে তুরাগ নদীর রুস্তমপুর এলাকার নৌকা ডুবির ঘটনা ঘটে।
এই ঘটনায় নায়ারনগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজাকে তলব করা হয়েছে। জাহাজটি এসে পৌঁছালে ট্রলারটির উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ‘দুর্ঘটনার পর পর ১০-১২ জনকে সাঁতরে তীরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত আরও ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে নিশ্চিত করে তাদের পরিচয় জানাতে পারেনি কেউই। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর টঙ্গী ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সদরঘাট নদী ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা আব্দুল মালেক মোল্লা জানান, দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতভর কাজ করেছে। তবে এখনও নিখোঁজ কারও সন্ধান মেলেনি। তবে নায়ারনগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজ হামজা তলব করা হয়েছে। জাহাজটি এসে পৌঁছালে উদ্ধারকাজ শুরু করা হবে। তবে কখন শুরু হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তিনি।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন