ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুর্কী পুলিশ দখলে নিল জামান পত্রিকা

প্রকাশিত : ০৯:৪১, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৪১, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ‘জামান’ পত্রিকা রাষ্ট্রের নিয়ন্ত্রনে নিতে আদালতের আদেশের কয়েক ঘন্টা পরই পত্রিকাটির অফিস দখলে নিল তুর্কী পুলিশ। এসময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। পত্রিকাটি তুরস্কের সরকার বিরোধী ‘হিজমেট’ আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত। যদিও আন্দোলনের প্রধান নেতা মার্কিনপন্থী খ্রীস্টান ধর্মীয় জাযক ‘ফেতুল্লাহ গোলেন’ এক সময় প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ানের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। তবে এরইমধ্যে ‘হিজমেট’ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে সরকার। এদিকে এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে অভিহিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি