ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

তৃতীয়বারের মতো সাম্বা গোল্ড ট্রফি জিতলেন নেইমার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ৩ জানুয়ারি ২০১৮

 

তৃতীয়বারের মতো সাম্বা গোল্ড ট্রফি জিতলেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। ফিলিপে কৌতিনিয়োকে হারিয়ে ব্রাজিল ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কারটি জিতেছেন তিনি।

সাংবাদিক, সাবেক পেশাদার ফুটবলার ও সমর্থকদের মিলিয়ে মোট ২৭ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হন নেইমার। কৌতিনিয়ো পেয়েছেন ১৬ দশমিক ৬৪ শতাংশ ভোট। এর আগে নেইমার ২০১৪ ও ২০১৫ সালে পুরস্কারটি জিতেছিলেন। আর ২০১৬ সালে নেইমারকে হারিয়ে সেরা হয়েছিলেন লিভারপুলের কৌতিনিয়ো।

২০০৮ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়। প্রথমবার জিতেছিলেন কাকা। এর আগে সর্বোচ্চ টানা তিনবার এটা জিতেছিলেন চিয়াগো সিলভা। ক্লাব সতীর্থের ওই রেকর্ডে এবার ভাগ বসালেন নেইমার।

আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত ২০ ম্যাচে ১৭ গোল করেছেন। জাতীয় দলের হয়েও গত বছর আলো ছড়ান তিনি।

তৃতীয় হওয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো পেয়েছেন ১৪ দশমিক ৪৩ শতাংশ ভোট। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে বার্সেলোনার পাওলিনিয়ো, রিয়ালের কাসেমিরো ও ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল জেসুস।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি