তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব বেড়েছে ৪ শতাংশ
প্রকাশিত : ২৩:২৯, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৫৫, ২৫ নভেম্বর ২০১৭
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। তবে এ নেটওয়ার্ক উন্নয়নের ব্যয়ের ফলে এ প্রান্তিকের শেষে অপারেটরটির মোট ক্ষতির পরিমাণ ৪৬ কোটি ৯০ লাখ টাকা দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নের ওপর জোর দিয়েছে রবি। এ সময় ৩৪০ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে রবির রাজস্ব বৃদ্ধির পরিমাণ ৪ শতাংশ দাঁড়িয়েছে।
একীভূতকরণের পর রবির নেটওয়ার্ক ও সেবার ওপর আস্থা বৃদ্ধি পাওয়ায়, রবি ও এয়ারটেল, উভয় ব্র্যান্ডই গ্রাহকদের কাছে প্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। এ বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত একীভূত কোম্পানির গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখে পৌঁছেছে।
আর /টিকে
আরও পড়ুন