ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ড আনছে শাওমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ২২:০১, ১৩ জুলাই ২০১৭

চলতি মাসে তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ড আনছে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা শাওমি। বিশ্বের স্মার্টফোন বাজারের জন্য এটি বড় ধরনের চমক হবে বলে জানায় কোম্পানিটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

শাওমি ডিভাইস ব্যবসা জোরদারে দীর্ঘদিন অনলাইনভিত্তিক বিক্রি অনুসরণ করলেও তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ড আনা হচ্ছে অফলাইনে। কোম্পানিটি এটি করছে খুচরা বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে। তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ডের নাম কী হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। শাওমি প্রথম ও দ্বিতীয় স্মার্টফোন ব্র্যান্ড হলো এমআই ও রেডমি।

তথ্যমতে, শাওমি তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ড আনছে অপো ও ভিভোর সঙ্গে প্রতিযোগিতার জন্য।

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি