ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তেলের দোকানে আগুন, স্ট্রোকে দোকান মালিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে দোকান মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

সোমবার (৩ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, দোকানের আগুন নিভাতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আউয়াল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকান পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

তিনি আরও বলেন, দোকানে অগ্নিকান্ড দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি