ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের জন্য টেলিনর হেলথের স্বাস্থ্যসেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে টেলিনর হেলথ। টেলিনর গ্রুপের ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথ শ্রমিকদের জন্য ‘সুস্থ শ্রমিক, শক্তিশালী বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির ঘোষণা দেয়।


আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উন্মোচন করে টেলিনর হেলথ। পোশাকশ্রমিকদের সুস্থ ও ভালো থাকার বিষয়ে অবগত করা এবং সুস্বাস্থ্য বিষয়ে তাদের নতুন নানা উদ্যোগ নিয়ে জানানো সহ দেশের অর্থনীতি শক্তিশালীকরণে এ কর্মসূচি তৈরি পোশাক শিল্পখাতের (আরএমজি) নেতৃবৃন্দের জন্য বিশেষ প্ল্যাটফর্মের সুযোগ করে দিবে এই উদ্যোগ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেলিনর গ্রুপের ইভিপি ও হেড অব ইমার্জিং এশিয়া ক্লাস্টার পিটার-বি. ফারবার্গ, টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, টেলিনর হেলথের পর্ষদ সদস্য নিতি পাল, প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অ্যান্ড্রিউ স্মিথ, এলিট ফোর্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, মার্কস অ্যান্ড স্পেন্সারের সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যাক আড়ং- এর মার্কেটিং অ্যান্ড সাসটেইনেবিলিটির ডিজিএম তানভীর হোসেন, ব্যাংক এশিয়ার এসইভিপি ও হেড অব চ্যানেল ব্যাংকিং ডিভিশন আখতার হামেদ এবং বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রশিদ।


অনুষ্ঠানে ‘শ্রমিকদের স্বাস্থ্যসেবা উদ্যোগ নিয়ে উপলব্ধি ও এর ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশগ্রহণ করেন এ প্রকল্পের উপদেষ্টা পর্ষদের নবনিযুক্ত সদস্য বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, এশিয়াটিক থ্রি সিক্সটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন ও বিশিষ্ট সমাজকর্মী সারা যাকের এবং স্কয়ার হাসপাতালের গাইনি ও ধাত্রীবিদ্যা বিভাগের কনসালটেন্ট ড. নার্গিস ফাতেমা।


এ অনুষ্ঠানের অংশ হিসেবে টেলিনর হেলথ এখন থেকে তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের জীবনে ইতিবাচক প্রভাব রাখতে কাজ করবে। আরএমজি শ্রমিকরাই দেশের রপ্তানি খাতে অবদান রাখার শীর্ষে অবস্থান করছে। এ শিল্পখাতের শ্রমিকদের টেলিনর হেলথ যেসব সেবা প্রদান করবে তার মধ্যে রয়েছে ফোনে ডাক্তারের পরামর্শ, হাসপাতালের থাকার ক্ষেত্রে ক্যাশ কাভারেজ ও স্বাস্থ্য পরীক্ষা, হেলথকেয়ার পার্টনার প্রতিষ্ঠানে ডিসকাউন্ট, মানসিক চিকিৎসা বিষয়ে পরামর্শ, শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষায় নানা উদ্যোগ গ্রহণ, স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে হেলথ চেকআপের ব্যবস্থা করা।
//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি