ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তৈরি পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি নিয়ে শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৪১, ৩০ এপ্রিল ২০১৭

২০২১ সালের মধ্যে তৈরি পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএ নেতা সহ পোশাক খাত বিশেষজ্ঞরা। তারা বলছেন, তৈরি পোশাক শিল্পের প্রধান রপ্তানিকারক দেশ চীন, এ’খাত থেকে সরে আসায় বাংলাদেশের সামনে যে সম্ভাবনা ছিল তা যথাযথভাবে কাজে লাগাতে না পারায় লক্ষ্যপূরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তৈরি পোশাক শিল্পে সরাসরি জড়িত ৪৪ লাখ শ্রমিক। পরোক্ষভাবে দেশের বিশাল জনগোষ্ঠীর আয়ের উৎস এই খাত।

পোশাক শিল্পে প্রথমে থাকা চীন বিশ্ববাজারে ৩৬ শতাংশ রপ্তানি করে। আর ৬ শতাংশ বাজার নিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনায় এ’সব জানানো হয়।

এ’সময় পোশাক শিল্পের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা।

কারো কারো কন্ঠে উঠে আসে এ’খাত নিয়ে নেতিবাচক প্রচারণার বিষয়। ২০২১ সালের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েও কথা বলেন কেউ কেউ।

তবে, সবার সহযোগিতা পেলে লক্ষ্যপূরণ সম্ভব বলে জানান বিজিএমইএ সভাপতি।

গত দুই বছরে ১২শ’ গার্মেন্ট বন্ধ হয়েছে বলেও জানান বক্তারা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি