থাইল্যান্ডে নতুন সংবিধান অনুমোদন করা না করা প্রশ্নে গণভোট
প্রকাশিত : ১৮:৫৩, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ৭ আগস্ট ২০১৬
থাইল্যান্ডে সামরিক সরকারের নিয়োগকৃত কমিটির তৈরি নতুন সংবিধান অনুমোদন করা না করা প্রশ্নে গণভোট চলছে।
স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটাভুটি। সামরিক সরকারের দাবি, গণভোটে নতুন সংবিধান অনুমোদিত হলে পূর্ণ গণতন্ত্রে ফেরার জন্য বড় পদক্ষেপ হবে। কিন্তু প্রচারণার ওপর বিধিনিষেধ থাকায় গণভোটকে একতরফা হিসেবে উল্লেখ করছেন বিরোধীরা। দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো আগেই এ সংবিধান প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, নতুন সংবিধান অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, সামরিক বাহিনীর নির্দেশিত পথেই চলতে হবে। ২০১৪ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার আসার পর পুরনো সংবিধান বাতিল করে সামরিক সরকার।
আরও পড়ুন