ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থাকা খাওয়ার সুবিধাসহ পাঁচ বিষয়ে ফ্রি প্রশিক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১২ জুন ২০১৮ | আপডেট: ১০:২১, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি নারীদের জন্য বিনামূলে  পাঁচ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থ্যা করেছে। গাজীপুরের জিরানীতে অবস্থিত এই একাডেমি প্রশিক্ষানার্থী ভর্তির করার জন্য বাংলাদেশের যেকোনো এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারীদের দরখাস্ত করার জন্য আহবান করেছে।

প্রতিষ্ঠানটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত।আবাসিক প্রশিক্ষণার্থীদের নিরাপত্তাসহ  সুশৃঙ্খল পরিবেশে বিনামূল্যে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা আছে। মাসিক ৩০০ টাকা হারে ভাতাও দেওয়া হবে।

যেসব কোর্সে প্রশিক্ষণ দেবে-

১) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আসন সংখ্যা ৬০ টি।কোর্সের মেয়াদ ৩ মাস।

যোগ্যতা

এইচ.এস.সি/ সমামান পাশ হতে হবে।

২) ড্রেস মেকিং এন্ড টেইলারিং। আসন সংখ্যা ৩০ টি।কোর্সের মেয়াদ ৩ মাস।

যোগ্যতা

ন্যূনতম এস.এস.সি/ সমমান পাশ হতে হবে। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)

৩) ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটর ও মেইনটেনেন্স। আসন সংখ্যা ৩০  টি। কোর্সের মেয়াদ ৩ মাস।

যোগ্যতা

ন্যূনতম এস.এস.সি/ সমমান পাশ হতে হবে।

৪) বিউটিফিকেশন।আসন সংখ্যা ৩০  টি। কোর্সের মেয়াদ ৩ মাস।

যোগ্যতা

ন্যূনতম এস.এস.সি/ সমমান পাশ হতে হবে।(বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)

৫) মোবাইল ফোন সার্ভিসিং এন্ড ইন্টারনেট। আসন সংখ্যা ১০ টি। কোর্সের মেয়াদ ৩ মাস।

যোগ্যতা

ন্যূনতম এস.এস.সি/ সমমান পাশ হতে হবে।(বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)

ভর্তি পরীক্ষার গ্রহণের তারিখ

৩ জুলাই, ২০১৮।

যা যা প্রয়োজন

*আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জন্ম নিবন্ধনের সনদপত্র, আবেদনকারীর তিনি কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিভাবকের (যিনি হোষ্টেলে অবস্থান কালে দেখাশুণা করবেন) এক কপি ষ্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে জমা দিতে হবে।

*ভর্তির ১০ দিনের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি বাবদ ৪৫০ টাকা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে (সরকারী বাজেট প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হবে।   

যোগাযোগের ঠিকানা

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর। এছাড়াও বিস্তারিত জানতে ০১৭১২৯০০০৭৮, ০১৭৭৭৫৭৪৮০৯, ০১৭৯৯৩৩৬৯১৩ এবং ০১৭১১৮৬৯১১৪ নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন।

 এমএইচ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি