ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে ‘কড়াকড়ি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৩১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে বুধবার (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত বহিরাগতরা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী ও সাংবাদিক বাদে) ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

সোমবার (৩০ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সেদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী ও সাংবাদিক) চলাচল করতে পারবে। এর বাইরে অন্য কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি