ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে টানা অষ্টম জয় ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৫ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে দুর্বার গতিতে ছুটছে স্বাগতিক ভারত। টুর্নামেন্টে এখনো অপরজিত স্বাগতিকরা। বিশ্বকাপে টানা সাত জয়ের পর দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে ভারত। এই সেঞ্চুরির মাধ্যমে স্বদেশী কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেন কোহলি। ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।

৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। ৪০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। 

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কোনো প্রোটিয়া ব্যাটার। রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে মাত্র ৮৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। 

মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে। টেম্বা বাভুমা ১১, রাসিন ভ্যান ড্যার ডুসেন ১৩, ডেভিড মিলার ১১ ও মার্কো জানসেন করেন ১৪ রান। ভারতের পক্ষে জাদেজা নেন ৫টি উইকেট।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি