ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দক্ষিণ এশিয়ায় এক বিলিয়ন রাইড উবারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৩১ জুলাই ২০১৮

দক্ষিণ এশিয়ায় এক বিলিয়ন রাইড শেয়ারের মাইলফল অর্জন করেছে উবারের। বিশ্বের সর্ববৃহৎ এই রাইড শেয়ারিং প্ল্যাটফর্মটি ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে এক বিলিয়ন রাইড সম্পন্ন করেছে। বিলিয়ন তম রাইডটি সম্পন্ন হয় বেঙ্গালুরুতে।

 

বেঙ্গালুর শহর থেকেই পাঁচ বছর আগে ভারতে কার্যক্রম শুরু করেছিল উবার। সেই শহরেই বিলিয়নত রাইড পায় প্রতিষ্ঠানটি। একই সময়ে আরও ৬টি ট্রিপ সম্পন্ন হয়- ১টি মুম্বাইতে, ২টি হাইদ্রাবাদে এবং ৩টি দিল্লীতে।

 

এই মাইলফলক পার করার বিষয়ে উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়া অঞ্চলের রাইডস বিভাগের প্রেসিডেন্ট প্রদীপ পরমেশ্বরন বলেন, “এই মাইলফলকটি শুধুমাত্র উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্যই নয় বরং সমগ্র উবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। এই এক বিলিয়ন মাইলফলক এটাই প্রমাণ করে যে উবারের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থাকে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়া সম্ভব। এই অঞ্চলে আরও ১০ বিলিয়ন রাইড পূর্ণ করার জন্য আমরা প্রস্তুত। ভবিষ্যতে আমাদের বিভিন্ন সার্ভিসের মাধ্যমে লাখ লাখ যাত্রীদের সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াত এবং সমপরিমাণ চালকদের পর্যাপ্ত উপার্জন নিশ্চিত করতে এই মাইলফলকটি আমাদেরকে আরও উৎসাহ প্রদান করবে।”

 

প্রসঙ্গত, গত ১০ জুন বিশ্বব্যাপী উবার ১০ বিলিয়ন রাইড সম্পন্ন করার মাইলফলক অর্জন করেছে। একই সময়ে আরও ১৭৩টি ট্রিপ সংগঠিত হয়, যার মধ্যে আহমেদাবাদ এবং দিল্লী এনসিআর-এ দুটি ট্রিপ সম্পন্ন হয়।

 

উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে অত্যন্ত দ্রুততার সাথে রাইড শেয়ারিং সম্পন্ন হচ্ছে। ৫০০ মিলিয়ন রাইড সম্পন্ন হওয়ার মাত্র এক বছরের মধ্যে উবার এক বিলিয়ন ট্রিপ সম্পন্ন করার মাইলফলকটি অর্জন করল।

 

১ বিলিয়ন রাইড সম্পন্ন হওয়া সম্পর্কিত মজার তথ্য

 

  • রেটিং করা হয়েছে এমন ৬৭০ মিলিয়ন ট্রিপের মধ্যে ৪৮০ মিলিয়ন ট্রিপই ৫-স্টার রেটিং পেয়েছে।
  • বিলিয়ন তম ট্রিপটির মাধ্যমে সর্বমোট ১১.১ বিলিয়ন কিলোমিটার দূরত্ব সম্পন্ন করা হয়, যা ৩৭ বার সূর্যে যেয়ে ফিরে আসার সমান।
  • উবারপুল সার্ভিস শুরু হওয়া থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত যাত্রার দূরত্ব কমেছে ২০০ মিলিয়ন কিলোমিটারেরও বেশি (২১৯,৭৯৭,৭৬৬ কিমি) এবং কার্বনডাইঅক্সাইড নির্গমন কমেছে ৩৬,৫৩৭ টন।
  • এক বিলিয়ন ট্রিপের ৭৫ শতাংশ রিকোয়েস্ট করা হয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে, ২৪ শতাংশ আইফোন থেকে এবং ১ শতাংশ উইন্ডোজ ডিভাইসের মাধ্যমে।
  • ২০১৫ সালের মার্চ মাস থেকে এখন পর্যন্ত চণ্ডীগড়ের জাসবিন্দার সিং সবচেয়ে বেশি বার উবার চালিয়েছেন। তিনি এখন পর্যন্ত ১৯,৯২৩টি ট্রিপ দিয়েছেন এবং তার গড় রেটিং ৪.৮১।

 

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি