ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দরজায় গোলাপি রং করাই কাল! প্রায় ২০ লক্ষ টাকার জরিমানা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৩ নভেম্বর ২০২২

স্কটল্যান্ডের এডিনবরায় এক মহিলাকে ২০ হাজার পাউন্ড জরিমানার হুঁশিয়ারি দেওয়া হল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ লক্ষ টাকা। বলা হয়েছে তিনি তার দরজায় যে ক্যাটক্যাটে গোলাপি রং করেছেন, তা অবিলম্বে বদলাতেই হবে। অন্যথায় দিতে হবে ওই বিপুল অঙ্কের জরিমানা। আক্ষরিক অর্থেই এ যেন রং নিয়ে ‘রংবাজি’।

বছর আটচল্লিশের মহিলার নাম মিরান্ডা ডিকসন। তিনি এডিনবরার নিউ টাউন এলাকায় থাকেন। গত বছর বাড়ির সদর দরজায় গোলাপি রং করিয়েছিলেন তিনি।

কিন্তু এই রং পছন্দ নয় সিটি কাউন্সিলের। তারা সটান জানিয়েছে, ওই রং চলবে না। পরিবর্তে করতে হবে সাদা রং। স্বাভাবিক ভাবেই এমন নির্দেশে বেজায় চটেছেন মিরান্ডা। তার পালটা অভিযোগ, এই হুঁশিয়ারি নেহাতই উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, একেবারেই ‘ক্ষুদ্র’ মানসিকতার পরিচয় এটা।

২০১৯ সালে এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিনি। তারপরই ২ বছর ধরে সেটির সংস্কার করেন। একেবারে শেষে সদর দরজাটি রং করানোর সিদ্ধান্ত নেন তিনি। এই রংটি নিয়ে তিনি রীতিমতো গর্বিত। ব্রিস্টল, নটিং হিলের মতো জায়গায় এমন উজ্জ্বল রঙের দরজা খুবই সাধারণ। তিনি বাড়ি ফেরার সময় এই দরজাটি দেখলে আনন্দিত হন।

তবে দরজাটি নিয়ে ইতিমধ্যেই হইহই পড়ে গিয়েছে। অনেককেই দেখা গিয়েছে ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে। কিন্তু তাতেও নিজেদের সিদ্ধান্তে অনড় কর্তৃপক্ষ।

মিরান্ডার দাবি, আশপাশের বাড়িতেও উজ্জ্বল রং রয়েছে। যার মধ্যে লালও রয়েছে! এখন দেখার, শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জেতে। দু’পক্ষই নিজেদের দাবিতে অনঢ়।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি