ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শক আমাকে চুমু খেতে দেখতে চায় না : ক্লুনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩৫, ৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নিজেকে এখন আর আগের মতো জনপ্রিয় মনে করেন না অভিনেতা জর্জ ক্লুনি। ওশানস ইলেভেন’, ‘সিরিয়ানা’, ‘দ্য গুড জার্মান’সহ একাধিক জনপ্রিয় সিনেমার অভিনেতা সম্প্রতি এক সাক্ষাতকারেএ কথা জানান।

২০১৪ সালে মার্কিন বংশোদ্ভূত লেবানিজ আইনজীবী আমাল আলামউদ্দিনকে বিয়ে করেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। চলতি বছরের জুনে পৃথিবীতে এসেছে এই দম্পতির জমজ সন্তান এলা ও আলেকজান্ডার। সন্তান জন্মে রাজকীয় ব্যয় করে খবরের শিরোনামও হয়েছেন তারা।

একাধিক জনিপ্রিয় সিনেমায় অভিনয় করে সুনাম কুড়ানো এ অভিনেতা নিজেকে আর অভিনয়ে দেখতে চান না। ৫৬ বছর বয়সি এ অভিনেতা বলেন, প্রায় দুই বছর ধরে অভিনয় থেকে দূরে আছি। ক্যামেরার সামনে কবে দাঁড়াবো তা নিশ্চিত না। তবে ভালো কোনো সিনেমার প্রস্তাব পেলে কাজ করব।

তিনি বলেন, জীবনে একটা দীর্ঘ সময় আমি সুনামের সঙ্গেই এ পেশায় কাজ করেছি। আমার বয়স বাড়ছে আর এটা মোটেও সুখকর কোনো অনুভূতি নয়। আমার ধারণা দর্শক আমাকে আর নায়িকাদের চুমু খেতে দেখতে চায় না।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি