ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দর বৃদ্ধি ঠেকাতে মিশর থেকে পেঁয়াজ আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৪৮, ১০ আগস্ট ২০১৭

দ্বিগুণ দরবৃদ্ধি এবং সংকট মোকাবেলায় মিশর থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল বলেন, আমদানিকারকরা মিশর থেকে পেঁয়াজ আনছে। খালাস হওয়ার পর বাজারে মাল আসলে কোনো সংকট হবে না। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বন্দরে আসার ২৪ ঘণ্টা থেকে দুই দিনের খালাসের বিষয়ে বন্দর চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন।

সপ্তাহখানেক আগেও ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকায় থাকলেও এখন ৫০ এর কোটায়।

হঠাৎ এই দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়িরা জানান, বন্যায় আড়তে পেঁয়াজ নষ্ট হওয়া, সামনে কোরবানির ঈদ এবং ভারতের বাজারে দাম বৃদ্ধি এটির মূল কারণ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বছরে প্রায় ২২ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। দেশীয় উৎপাদন শেষে চার লাখ টন পেঁয়াজের ঘাটতি থোকে। এই চার লাখ টন ইমপোর্ট হয় ভারত থেকে, ভারতেও বন্যার কারণে ঘাটতি দেখা দিয়েছে। এ ঘাটতি মোকাবেলায় এটির আমদানি।

সভায় ব্যবসায়ীরা চিনি ও লবণসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগামীতে না বাড়ার আশ্বাস দিলেও পেঁয়াজ নিয়ে কিছু বলেননি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি