দলিত নির্যাতনের প্রতিবাদে অনশনে রাহুল
প্রকাশিত : ২১:৪০, ৯ এপ্রিল ২০১৮
দলিত সম্প্রদায়ের প্রতি নির্যাতনের প্রতিবাদে অনশনে বসেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। অনশনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন রাজঘাটকে যেখানে অনশন করেছিলেন মাহাত্ম গান্ধী। দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে যে নির্যাতন চলছে, তার প্রতিবাদ জানাতেই তিনি সোমবার রাজঘাটে অনশন শুরু করেন। তার নেতৃত্বে ভারতজুড়ে চলছে কংগ্রেসের এই অনশন।
ইংরেজ আমলের সঙ্গে বিজেপির তুলনা করে তিনি বলেন, বিজেপি ইংরেজদের মতো ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে এবং তারা এই কারণে দলিত বিরোধী কার্যকলাপ এবং তাদের উপর নির্যাতন চালোচ্ছে।
এ সময় বেঙ্গালুরুতে এক জনসভায় জনগণকে আশ্বাস দিয়ে তিনি বলেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে কর্মসংস্থানের নিরিখে তারা চীনকে পেছনে ফেলার চেষ্টা করবেন। এ ব্যাপারে দেশের শিল্পমহলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
শিল্পমহলকে আশ্বাস দিয়ে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে ব্যবসার পথ অনেক সহজ করা হবে। এছাড়াও কংগ্রেসের একটি জাতীয় কর্মসূচি তৈরি করার কথাও জানান তিনি।
এমএইচ/
আরও পড়ুন