ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাসিক নির্বাচন

দলীয় মনোনয়নপত্র জমা দিলেন লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর দাখিল করেছেন।

বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।  পরে দুপুর ১টার দিকে খায়রুজ্জামান লিটন দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

লিটন জানান, আগামী শুক্রবার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন চুড়ান্ত করে সনদপত্র দেবেন।

প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে সাধারণ নির্বাচনের আগে খুলনা, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটির ভোটে ভরাডুবি হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের। এবার এ ধরনের কোনো ঘটনা ঠেকাতে বাড়তি সতর্ক আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আগে জনমত পক্ষে রাখার চেষ্টায় দলটি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি