ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দলের পারফর্মের জন্য গর্বিত হওয়া উচিৎ: মাশরাফি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তোজা বলেছেন, দলের পারফর্মের জন্য আমাদের গর্বিত হওয়া উচিৎ। আমাদের এখান থেকেই এগিয়ে যেতে হবে। সাকিব-তামিমের মতো দুই খেলোয়াড় না থাকার পরও দল অনেক ভালো করেছে।    

এশিয়া কাপের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ। এই হার নিয়ে সমালোচনার জবাবে মাশরাফি বলেন, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে দলের কিছু ভুল ছিল। সবকিছু ঠিকমত হয়নি। বাংলাদেশ সবমিলিয়ে সাতটা ফাইনাল খেলেছে। জয় পায়নি একটিতেও। অধিনায়ক মাশরাফি মনে করেন, এখনও অনেক শেখার আছে দলের। কিন্তু ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে তাতে মাথা উঁচুই রাখছেন তিনি।

ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দলের আরও উন্নতি দরকার বলে মনে করেন মাশরাফি। তবে ভারতের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করে যাওয়ার কৃতিত্ব দলের বলে মন্তব্য করেছেন মাশরাফি। তিনি বলেন, `ক্রিকেটারদের পারফর্মের জন্য গর্বিত হওয়া উচিত। একই সঙ্গে মনে করি, আমাদের শেখার অনেক কিছুই আছে।`

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি