ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দলে যোগ দিতে আজ রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের দলের সাথে যোগ দিতে আজ রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন কুমার দাস।

আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত সোড়া নয়টার ফ্লাইটে উড়াল দেবেন লিটন। 

জ্বরের কারণে এশিয়া কাপে খেলা প্রায় অনিশ্চিত ছিল লিটনের। তার বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় এনামুল হক বিজয়কে। 

তবে গত বৃহস্পতিবারই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, দল সুপার ফোরে গেলে সুস্থ হওয়া সাপেক্ষে লিটন যোগ দেবেন। 

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে সুপার ফোর অনেকটাই নিশ্চিত টাইগারদের। তাই ওপেনিংয়ের খড়া কাটাতে দলে যোগ দিচ্ছেন লিটন দাস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি