ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দশ মাসেই পৃথিবী ছাড়া ১২ লাখ মানুষ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বৈশ্বিক মহামারি করোনারাঘাতে মাত্র দশ মাসেই পৃথিবী ছাড়া প্রায় ১২ লাখ মানুষ। এর মধ্যে গত একদিনেই মৃত্যু হয়েছে সাড়ে ছয় হাজার। সময় যত গড়াচ্ছে অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে। একইসঙ্গে নতুন করে পৌনে ৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ছাড়িয়ে গেছে। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল ও রাশিয়ার নাগরিক। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ২০১ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ৪৭৩ জনে। নতুন করে ৬ হাজার ৪৮৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৯ হাজার ৭২৭ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৯ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৩৫ হাজার ৮৩০ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ২ হাজার ৫৯০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২  লাখ ৩৬ হাজার ৭২ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৮১ লাখ ৮২ হাজার ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২২ হাজার ১৪৯ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৯০২ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৬ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯৯০ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১৩ লাখ ৬৮ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৬ হাজার ৭৮৮ জনের।  

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৬৫ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৮৭৮ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যেও। প্রতি নয় দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমতাবস্থায় আগামী একমাস নতুন করে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৯২৩ জনের।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি