ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দস্তগীরের প্রিয়ভাজন হয়ে বিপুল সম্পদ গড়েন নীলা

মানিক শিকদার

প্রকাশিত : ১২:৪৯, ২৮ আগস্ট ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের প্রিয়ভাজন ফেরদৌসী আলম নীলা। রূপগঞ্জ উপজেলার একজন ভাইস চেয়ারম্যানের পদ নিয়েই আড়াই হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দখল করেছেন সরকারি-বেসরকারি মালিকাধীন জায়গা, পূর্বাচলে ক্রীড়া কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত জায়গা দখল করে নিজের নামে মার্কেট গড়েছেন।

নীলার নীল বিষের ছোঁবল থেকে বাদ যায়নি প্রতিবন্ধী ও শ্মশানের জায়গাও। আওয়ামী সরকারের পতনের পর স্থানীয়রা এই নীলার বিরুদ্ধে গর্জে উঠেছেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। 

রূপগঞ্জের রূপভান নীলা। রূপের ঝলক দেখিয়েই কুপোকাত করেছেন অনেককেই। নীলার নীল জালে আটকা পড়েছেন অনেক ধনকুবের, রাঘব বোয়াল। তার অন্যতম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার বিরুদ্ধে জমি দখলসহ নানা দুর্নীতি ও বেআইনি কাজে লিপ্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে। রাজধানী অদূরে রাজউকের গড়ে তোলা নতুন শহর পূর্বাচলে তাঁর দাপটের সামনে প্রতিবাদ করার সাহস কারো ছিল না।

পূর্বাচলে ৩০০ ফুট রাস্তার পাশে ক্রীড়া কমপ্লেক্সের জন্য সংরক্ষিত বিশাল সম্পত্তির ওপর তিনি নিজ নামে নীলা মার্কেট বানিয়ে সেখানে লাখ লাখ টাকা সেলামির বিনিময়ে দোকান ভাড়া দিয়েছিলেন। মার্কেটের পাশেই আরেকটি প্লট দখল করে বানিয়েছেন ক্লাব।  

প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত জায়গার ওপর তৈরি করেছেন লেডিস ক্লাব, পূর্বাচলে একটি কনভেনশন সেন্টারের জন্য বরাদ্দবৃত শত কোটি টাকার ৭৬ কাঠা জমি নিয়ে রেখেছেন নিজের কবজায়। শীতলক্ষ্যার তীরে প্লট দখল করে সেখানে চালাচ্ছেন কয়লা-পাথর-বালুর কারবার। 

আর এসব অপকর্মে বটবৃক্ষ হয়ে নীলাকে ছায়া দিয়েছেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নীলার দখল দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও নীলা ছিলেন অপ্রতিরোধ্য। 

একপর্যায়ে নীলার এসব দখল দৌরাত্মে আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে ২০২২ সালের ৪ আগস্ট জেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলে ক্ষোভে ফেটে পড়েন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। নীলার বহিষ্কারাদেম প্রত্যাহারের নির্দেশ দেন। ৩০ আগস্ট তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এরপর নীলার শক্তি আরও আরও বৃদ্ধি পায়। আওয়ামী শাসনের অবসানের পর এলাকাবাসী এবার সোচ্চার নীলার বিরুদ্ধে। 

পলাতক নীলাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ জনতার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি