ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৩৭, ২৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ১১:০৯, ২৭ নভেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রামে একই কোম্পানীর তিনটি বাস এবং ভালুকায় পোষাক কারখানার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী জানান, ভোররাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হলে পরে তা অপর দুটি বাসেও ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে  ফায়ার স্টেশন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে জিএম ট্রাভেলসের তিনটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, ফিলিং স্টেশনটিতে জিএম এবং আরকে. আর পরিবহনের ২০টি বাস রাখা ছিল। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ জিএম পরিবহনের তিনটি বাসে আগুন জ্বলতে দেখে পাম্পের কর্মচারিরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

এদিকে, ভালুকার হাজির বাজারে পোষাক কারখানার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় ৪ জন যুবক। 

ওই সময় বাজারের নৈশ প্রহরী তাড়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি